
১২০ দেশের প্রতিযোগীকে হারিয়ে ২০২৫ সালের ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জিতলেন মেক্সিকোর ফতিমা বস।
অথচ, সম্প্রতি নিজের দেশেই বিদ্রুপের শিকার হতে হয়েছিল তাঁকে।
২০ নভেম্বর রাতে থাইল্যান্ডের দ্য ইম্প্যাক্ট চ্যালেঞ্জার থিয়েটারে এই বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হল।
২০২৫ সালের মিস ইউনিভার্সের থিম ছিল ‘দ্য পাওয়ার অফ লাভ’
মূলত বিশ্বজুড়ে হানাহানি, রক্তপাতের আবহে একতা, ক্ষমতায়ন এবং স্থিতিশীলতা উপরই ফোকাস রাখা হয়েছিল। সেখানেই মিস থাইল্যান্ড, মিস ভেনেজুয়েলা, মিস ফিলিপাইনস এবং মিস কোট দিভোয়ারকে পিছনে ফেলে ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জিতলেন মিস মেক্সিকো ফতিমা। গতবারের মিস ইউনিভার্স ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগে এদিন ফতিমা বসের মাথায় হিরের মুকুট পরিয়ে দেন। ব্রহ্মাণ্ড সুন্দরীর অশ্রুধারা তখন কিছুতেই বাঁধ মানছে না।
শৈশব থেকে ডিসলেক্সিয়ার সঙ্গে যুদ্ধ করেছেন। ‘হাইপারঅ্যাকটিভিটি’র সঙ্গেও লড়তে হয়েছে তাঁকে। এমনকী সম্প্রতি খ্যাতনামা মেক্সিকান পরিচালক তাঁকে এক লাইভ ইভেন্টে ‘বোকা-গাধা’ বলে কটাক্ষ করেন।
সেসব জীবনসংগ্রামই ফতিমাকে আরও পরিণত করে তোলে। এবার মিস ইউনিভার্স-এক মুকুট পরে সব অপমানের বদলা নিলেন তিনি।
জানা গেল, ব্রহ্মাণ্ড সুন্দরী হিসেবে আড়াই লাখ ডলার পাবেন ফতিমা। তার সঙ্গে প্রতি মাসে ৫০ হাজার ডলার পারিশ্রমিক রয়েছে, মিস ইউনিভার্স-এর দায়িত্ব পালনের জন্য। নিউ ইয়র্ক সিটিতে একটা বিলাসবহুল ফ্ল্যাটও পাবেন তিনি।