
জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
এই বিষয়ে সাবেক ক্রিকেটার মারশাফি বিন মতুর্জা তার ভেরিফইড ফেজবুক পেজে বলেন,
বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।
আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়।
বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।
https://shorturl.fm/xvb5b
https://shorturl.fm/9Qv77