
গেল বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান মোহাম্মদ সালাউদ্দিন। কোচ হয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেই সফরে দলের সঙ্গে ছিল না বিশেষজ্ঞ কোনো ব্যাটিং কোচ। যে কারণে ব্যাটারদের দেখভালের দায়িত্বও পান স্থানীয়ভাবে জনপ্রিয় কোচ সালাউদ্দিন।
এরপর থেকে চলমান শ্রীলঙ্কা সিরিজেও দায়িত্ব পালন করছেন ব্যাটিং কোচের। তবে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েন দেশের ক্রিকেটের জনপ্রিয় এই কোচ। মঙ্গলবার (১৫ জুলাই) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন।
সালাউদ্দিনের অধীনে প্রায় প্রতি ম্যাচেই ধস নামছে ব্যাটিংয়ে। সমালোচনার মুখে বাংলাদেশের সিনিয়র সহকারী এই কোচ আজ কলম্বোতে সংবাদ সম্মেলনে রুক্ষ মেজাজে বললেন, ‘‘দেখুন বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না। ঠিক আছে। কেউ যদি এখানে ভালো না করে, তার সমালোচনা হবেই। এটা স্বাভাবিকভাবে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দেবে। আমি দলের জন্য শতভাগ দিচ্ছি কিনা, নিজের জায়গায় সৎ কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়।’’
জাতীয় দল ছেড়ে বয়স ভিত্তিক দলের দায়িত্ব নিতেও আপত্তি নেই বলে জানালেন সালাউদ্দিন,‘‘দেখুন আমি কোচ। আমাকে যদি কালকে বলে সালাউদ্দিন, যাও তুমি ১৫ বছর বয়সী ছেলেদের কোচিং করাও। আমার কোনো আপত্তি নেই। আমার এখানে ট্যাগ লেখা নেই যে শুধু জাতীয় দলেরই কোচ। এটা নিয়ে আমার কোনো ইগো সমস্যাও নেই। এটা নিয়ে আমি চিন্তিত না।’’
https://shorturl.fm/oBJMT