
এর আগে ও বহু বার এমনটা দাবি করেছেন ট্রাম্প। বার বার বলেছেন, নোবেল শান্তি পুরস্কার তাঁরই প্রাপ্য।
ভারত-পাকিস্তান ছাড়াও তাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজ়ারবাইজান, কোসোভো-সার্বিয়া, ইজ়রায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রাওয়ান্ডা-কঙ্গোর যুদ্ধ থামিয়েছেন বলে গত সেপ্টেম্বর মাসেই দাবি করেছিলেন ট্রাম্প।
এর আগেও বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন। এ বার আরও এক বার সে কথা স্মরণ করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে কথা বলার সময় জানালেন,
ইতিমধ্যে বিশ্বে আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি, শুধু রাশিয়া-ইউক্রেন যুদ্ধটাই বাকি!
১৭ তারিখ হোয়াইট হাউসের ওভাল অফিসে সৌদির যুবরাজের সঙ্গে মার্কিন বিদেশনীতি নিয়ে আলোচনার সময় এই মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘এই দফতরে আমরা অনেক ভাল কাজ করেছি। আমি আটটি যুদ্ধ থামিয়েছি। তবে পুতিনের সঙ্গে আরও একটি যুদ্ধ বাকি আছে। পুতিনের কাজেকর্মে আমি একটু অবাক। কারণ উনি আমার ধারণার চেয়েও বেশি সময় নিচ্ছেন।’’ ট্রাম্পের দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হয়েছে তাঁর। তবে এখনও সে বিষয়ে কোনও সুরাহা হয়নি।
কী কী সংঘাত থামিয়েছেন, সে সম্পর্কে অবশ্য কোনও বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প, তবে ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামানোর কথা বিশেষ ভাবে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প বলেন, ‘‘আমরা ভারত ও পাকিস্তানকেও থামিয়েছিলাম। আমি তালিকাটি দেখাতেও পারি। তবে আপনারা এই তালিকা সম্পর্কে আমার চেয়ে ভাল জানেন।’’ ট্রাম্প জানিয়েছেন, আন্তর্জাতিক স্তরে এ সব বিরোধ নিষ্পত্তির জন্য কখনও সরাসরি আলোচনা, কখনও আবার গভীর রাতে ফোন করা হয়েছে। শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য এ পর্যন্ত অনেক রাষ্ট্রনেতা ওভাল অফিসে এসেছেন, তা নিয়েও গর্ব প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘সবই ঘটেছে এই ওভাল অফিসে, ঠিক এখানেই!
https://shorturl.fm/K1MxE