স্টোকসের ব্যাটে সেঞ্চুরি, অধিনায়ক হিসাবে কোন কীর্তি গড়লেন.

Photo of author

By admin

আজ ভারতের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরি করেন স্টোকস ।

ম্যাঞ্চেস্টার টেস্টে ইংল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বেন স্টোকস। বল হাতে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে শতরান করেছেন তিনি। বিশ্বের পঞ্চম টেস্ট অধিনায়ক হিসাবে এই নজির গড়েছেন স্টোকস।

সিরিজের দ্বিতীয় টেস্টের পর তাঁর ব্যাটিং নিয়ে বড়সড় প্রশ্নই তুলেছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথারটন। খেলেন শুধু টেস্ট, তাতেও যদি সিরিজের পর সিরিজ সেঞ্চুরি না থাকে— সামর্থ্য নিয়ে প্রশ্ন তো উঠবেই। আজ ভারতের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টের চতুর্থ দিনে সেই ব্যাটিং–প্রশ্নেরই যেন জবাব দিলেন বেন স্টোকস। দিনের প্রথম সেশনেই তিন অঙ্ক ছুঁয়েছেন ইংল্যান্ড অধিনায়ক, যা টেস্টে টানা দুই বছর ও ৩৫ ইনিংস পর তাঁর প্রথম।

টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন বেন স্টোকস। ইংল্যান্ডের প্রথম এবং বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসাবে একই টেস্টে ৫ উইকেট নেওয়ার এবং শতরান করার নজির গড়লেন স্টোকস

এই সেঞ্চুরিতে স্টোকস নাম লিখিয়েছেন অলরাউন্ড কীর্তির এক ঝলমলে তালিকায়। ইয়ান বোথাম, টনি গ্রেগ ও গাস অ্যাটকিনসনের পর ইংল্যান্ডের চতুর্থ খেলোয়াড় হিসেবে এক টেস্টে ইনিংসে ৫ উইকেটের সঙ্গে করেছেন সেঞ্চুরি।

আর টেস্ট ইতিহাসে এমন কিছু করেছেন মাত্র পঞ্চম অধিনায়ক হিসেবে। স্টোকসের আগে ম্যাচে ৫ উইকেট ও সেঞ্চুরি দুটিই পাওয়া অধিনায়কেরা হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ডেনিস অ্যাটকিসন (১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে) ও গ্যারি সোবার্স (১৯৬৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে) এবং পাকিস্তানের মুশতাক মোহাম্মদ (১৯৭৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ও ইমরান খান (১৯৮৩ সালে ভারতের বিপক্ষে)।

1 thought on “ স্টোকসের ব্যাটে সেঞ্চুরি, অধিনায়ক হিসাবে কোন কীর্তি গড়লেন.”

Leave a Comment