রুটের সামনে শুধু সচিন ইতিহাস গড়ে এক দিনেই দ্রাবিড়, কালিস, পন্টিংকে টপকে গেলেন।

Photo of author

By admin

অংশুল কম্বোজের অফ স্টাম্পের বাইরের বলটি থার্ড ম্যান অঞ্চলের দিকে ঠেলেই দিলেন দৌড়, পুরো ওল্ড ট্রাফোর্ডে দীর্ঘ স্বরে উচ্চারিত হলো ‘রু…ট’। সঙ্গে দাঁড়িয়ে অভিবাদন আর করতালি।

ম্যাঞ্চেস্টারে নজির গড়লেন জো রুট। টেস্টে সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন তিনি। এক দিনেই রাহুল দ্রাবিড়, জাক কালিস ও রিকি পন্টিংকে টপকে গেলেন ইংল্যান্ডের ব্যাটার। তাঁর সামনে এখন শুধুই সচিন তেন্ডুলকর। ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে শতরান করে নজিরও গড়েছেন রুট।

শুধু টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকই নন, আজ ভারতের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি, ফিফটি ‍+ ইনিংসসহ টেস্টের আরও কয়েকটি নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন রুট।

ক্যারিয়ারের ১৫৭তম টেস্ট খেলা রুট ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন নামের পাশে ১৩২৫৯ রান নিয়ে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় তখনো তাঁর নাম পাঁচ নম্বরে। ৩১ রান দূরে ছিলেন রাহুল দ্রাবিড়, ৩২ রান দূরে জ্যাক ক্যালিস।

আজ দিনের প্রথম সেশনেই দুজনকে পেরিয়ে তৃতীয় স্থানে জায়গা করেন রুট। রিকি পন্টিংকে পেরিয়ে যেতে দরকার ছিল ১২০ রান। সেটিই করেছেন দিনের দ্বিতীয় সেশনের শেষ দিকে, ইংল্যান্ড ইনিংসের ১০১তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে। ১৩,৩৭৮ রান করতে পন্টিংয়ের লেগেছিল ২৮৭ ইনিংস। ধারাভাষ্যকক্ষে থাকা সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ককে তাঁরই সামনে তাঁর চেয়ে এক ইনিংস কম খেলে ছাড়িয়েছেন রুট।

ইতিহাসগড়ার পথে সাবেক ইংল্যান্ড অধিনায়কের সামনে টেন্ডুলকার অবস্থান করছেন ৩২৯ ইনিংসে ১৫৯২১ রান নিয়ে।

Leave a Comment