চাঁদাবাজ আর মাফিয়াদের আশ্রয় দিচ্ছে বিএনপি: নাহিদ

Photo of author

By admin

বিএনপি  চাঁদাবাজরে দলে পরিনত হয়েছে,

চাঁদাবাজ আর মাফিয়াদের সেল্টার দিচ্ছে তারা। জুলাই পদ যাত্র্রার ১৪ তম দিনে পটুয়াখালীতে এক পথ যাত্রায় এই মন্তব্য করেছেন, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন যে এনসিপির পথ যাত্রায় জনসমাগম দেখে অনেকেই এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘বাংলাদেশের মুজিববাদ একটি বিভাজন তৈরি করে রাষ্ট্রকে এগিয়ে নিতে দেয়নি। এখন এই মুজিববাদের নতুন পাহারা দেওয়ার জন্য একটি দল আবির্ভূত হয়েছে। সেই মুজিববাদের পাহারাদারকে প্রতিহত করতে হবে। তাঁদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমরা কোনো অনৈক্য চাই না। কিন্তু কেউ যদি গণ–অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তাদের সঙ্গে কোনোমতেই ঐক্য সম্ভব নয়।’

পথসভায় মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সঙ্গে লড়াইয়ে দেখা হবে। গত বছরের ৩ আগস্ট যেই জায়গা থেকে হাসিনা পতনের ইশতেহার রচিত হয়েছিল, সেই শহীদ মিনারে আমরা আবার একত্র হব। গত বছরের ৩ আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার। এ বছরের ৩ আগস্ট হবে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার ইশতেহার। আমাদের পরবর্তী যুদ্ধটা আরও বেশি কঠিন। বাধা দিলে বাধবে লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে।’

গতকাল রোববার রাত ১১টার দিকে নাহিদ ইসলাম দলীয় নেতা-কর্মীদের নিয়ে পটুয়াখালীতে পৌঁছান। এরপর তাঁরা পটুয়াখালী সার্কিট হাউসে রাত যাপন করেন।

Leave a Comment