রোহিত শর্মা এবং হরভজন সিংহ এর বিয়েতে গিয়ে ১ টাকার উপহারও দেননি সাবেক ভারতীয় ওপেনার

Photo of author

By admin

রোহিত শর্মা এবং হরভজন সিংহ এর বিয়েতে গিয়ে খাওয়া দাওয়া সব করে ১ টাকার উপহারও দেননি সাবেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান

দু’জনের বিয়েতেই তিনি গিয়েছেন। নাচগান, খাওয়া-দাওয়া এবং হুল্লোড় করেছেন। তবে উপহার হিসাবে একটা টাকাও দেননি শিখর ধাওয়ান। সম্প্রতি একটি ইউটিউব শোয়ে এ কথা ফাঁস করেছেন হরভজন সিংহ এবং রোহিত শর্মা।

‎হরভজন বলেন, “শিখর ধাওয়ান আমাদের বিয়েতে এসেছিল। প্রচুর নেচেছিল, খেয়েছিল, মদ্যপান করেছিল। সব মিলিয়ে ভালই হুল্লোড় হয়েছিল। ফেরার সময় আমার পকেটে একটা খাম ঢুকিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম, কী করছিস এটা?” তখনই রোহিত মজা করে প্রশ্ন করেন, “ভেতরে কি ১০১ টাকা ছিল?” হরভজনের উত্তর, “ধুর, পরের দিন সকালে খামটা খুলে দেখি পুরো ফাঁকা। ১০১ তো দূর, একটা পয়সাও ছিল না ওর মধ্যে।”

Leave a Comment