রেখা প্রকাশনী লিমিটেডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

Photo of author

By admin

বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান রেখা প্রকাশনী লিমিটেড (সিস্টার কনসার্ন অব অগ্রণী প্রিন্টিং প্রেস ও কর্ণফুলী আর্ট প্রেস) এ নিম্নলিখিত পদের জন্য আকর্ষণীয় বেতনে দক্ষ, সৎ, অভিজ্ঞ ও মানবিক গুণাবলি সম্পন্ন কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে।

১. পদের নাম : ম্যানেজার (আর.অ্যান্ড.ডি) / হেড অব আর.অ্যান্ড.ডি
পদ সংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা : প্রকাশনা প্রতিষ্ঠানে ম্যানেজার আর অ্যান্ড ডি পদে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

২. পদের নাম : এক্সিকিউটিভ অফিসার (আর.অ্যান্ড.ডি)
বাংলা, ইংরেজি, গণিত, মানবিক- (অর্থনীতি, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান) বিজ্ঞান- (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান) ব্যবসায় শিক্ষা- (হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট
পদ সংখ্যা: ০৫ জন করে প্রতি বিষয়ে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা : প্রকাশনাশিল্পে কর্মরতরা অগ্রাধিকার পাবে।

৩. পদের নাম : প্রোডাকশন ম্যানেজার/হেড অব প্রোডাকশন
পদ সংখ্যা: ০৩ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা : ০৭ বছরের প্রেসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম : সহকারী প্রোডাকশন ম্যানেজার
পদ সংখ্যা: ০৫ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা : ০৫ বছরের প্রেসে কাজ করার অভিজ্ঞতা।

৫. পদের নাম : এক্সিকিউটিভ অফিসার (প্রোডাকশন)
পদ সংখ্যা: ০৫ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা : ০৩ বছরের প্রেসে কাজ করার অভিজ্ঞতা।

আগ্রহী প্রার্থীকে ছবিযুক্ত পরিপূর্ণ জীবনবৃত্তান্ত ও সংশ্লিষ্ট পেপারস সংযুক্ত করে ই-মেইল (rekhaprokashoni.hr@gmail.com) অথবা নিম্নোক্ত ঠিকানায় (পদের নাম উল্লেখপূর্বক) ২১.০৭.২০২৫ইং তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

ঠিকানা-
মানব সম্পদ উন্নয়ন বিভাগ
রেখা প্রকাশনী লিমিটেড (সিস্টার কনসার্ন অব অগ্রণী প্রিন্টিং প্রেস ও কর্ণফুলী আর্ট প্রেস)
৬৭/১, নয়াপল্টন চায়না টাউন
সুইট নং: W ২২/১. W ২২/২, W ২২/৩
(পশ্চিম টাওয়ারের লিফটের ২১ এ)
ঢাকা-১০০০।

ই-মেইল: rekhaprokashoni.hr@gmail.com
মোবাইল: ০১৭১২-১০৬৭১৮

Leave a Comment